You are currently viewing Lake District and Mighty storm

Lake District and Mighty storm

Lake District Overview

The Lake District, located in northwest England, is a national park known for its stunning natural beauty, encompassing lakes, mountains, and charming villages. It’s a UNESCO World Heritage Site celebrated for its dramatic landscapes, outdoor activities, and literary associations, particularly with poets like William Wordsworth.

Windermere

Windermere is both the name of the largest natural lake in England and the town located near its shores. The area is a popular tourist destination offering boating, hiking, and scenic views. Key attractions include:

  • Lake Cruises: Boat tours that offer panoramic views of the surrounding fells and countryside.
  • The World of Beatrix Potter Attraction: A family-friendly venue celebrating the beloved children’s author and her characters.
  • Orrest Head: A short hike providing stunning views over Windermere and the surrounding area.

Keswick

Keswick is a market town located in the northern part of the Lake District. It is known for its outdoor activities and cultural attractions. Highlights include:

  • Derwent Pencil Museum: A unique museum dedicated to the history of pencil making.
  • Theatre by the Lake: A theatre offering a range of performances in a beautiful lakeside setting.
  • Castlerigg Stone Circle: A prehistoric monument offering insights into ancient history and breathtaking views of the surrounding fells.

Derwentwater

Derwentwater is a scenic lake near Keswick, often referred to as the “Queen of the Lakes.” It is surrounded by wooded fells and is a hub for outdoor activities. Notable features include:

  • Lake Cruises: Enjoy boat trips around the lake, with opportunities to hop on and off to explore various points of interest.
  • Friar’s Crag: A famous viewpoint offering spectacular views of the lake and the surrounding landscape.
  • Catbells: A popular fell for hiking, providing rewarding views over Derwentwater and the surrounding area.

Trip Itinerary and Plan

Departure from Ipswich

  • Time: 7:00 AM
  • Importance: Leaving early ensures we have ample time for travel and exploration.

En Route Activities

  • First Break: After a 2.5-hour drive, we’ll take a break to rest and stretch.
  • In-Car Fun: Singing and music – everyone gets a turn to choose or sing a song, making the journey enjoyable.

Arrival and Activities in Lake District

  • Arrival: Approximately 1:00 PM
  • Lunch: Light meal around 2:00 PM
  • Exploration: From 2:00 PM to 9:00 PM
    • Windermere: Enjoy lake cruises, visit The World of Beatrix Potter Attraction, or hike Orrest Head.
    • Keswick and Derwentwater: Explore the Derwent Pencil Museum, Theatre by the Lake, Castlerigg Stone Circle, and Friar’s Crag.

Evening and Night in Bradford

  • Departure for Bradford: Around 9:00 PM
  • Arrival in Bradford: Approximately 10:30 PM
  • Dinner: Late-night meal
  • Overnight Stay: Hotel in Bradford
  • Night Activity: Card game competition (optional)

Next Day Activities

  • Wake-Up: 8:00 AM
  • Breakfast: Light breakfast
  • Departure from Hotel: 9:30 AM

Activities in Skipton

  • Arrival and Game: Start game at 11:00 AM
  • Skipton Exploration: After the game
    • Skipton: A picturesque market town known for Skipton Castle, one of the best-preserved medieval castles in England. The town offers charming cobbled streets, traditional markets, and beautiful countryside.
    • Surroundings: Enjoy the Yorkshire Dales National Park nearby, with its rolling hills and scenic landscapes.

Evening and Return Journey

  • Dinner: At 7:00 PM
  • Departure for Ipswich: At 9:30 PM
  • Arrival in Ipswich: Approximately 1:00 AM

Summary

  • Trip Objective: A blend of nature, history, and fun activities.
  • Activities: Music and games during travel, exploration of beautiful locations, and optional night entertainment.
  • Key Destinations: Windermere, Keswick, Derwentwater, Skipton.
  • Final Note: Ensure everyone enjoys a safe and happy journey, making lasting memories.

Important Information

Essential Items to Bring

  1. Mountain Shoes:
  2. Recommendation: Wear sturdy, comfortable mountain shoes or hiking boots. These will provide the necessary support and grip for walking and hiking on varied terrain.
  3. Hiking Sticks:
  4. Recommendation: Bring hiking sticks to help with balance and reduce strain on your legs during hikes. They can be especially useful on steeper or uneven paths.
  5. Water:
  6. Recommendation: Carry a reusable water bottle. Staying hydrated is crucial, especially during physical activities like hiking. Plan to bring enough water for the day, as it may not always be easy to refill.
  7. Jacket:
  8. Recommendation: Don’t forget to bring a warm, waterproof jacket. The weather in the Lake District can be unpredictable, and it can get chilly, especially in the evenings or at higher altitudes.
  9. Additional Essentials:
  1. Snacks: Pack some energy-boosting snacks like nuts, granola bars, or fruit to keep you fueled during the day.
  2. Backpack: A small, comfortable backpack to carry your essentials, including water, snacks, and any personal items.
  3. Layered Clothing: Dress in layers so you can adjust to changing temperatures throughout the day.
  4. Sunscreen and Hat: Even on cloudy days, UV rays can be strong, especially in higher altitudes.

Packing Tips

  • Footwear: Break in your hiking shoes before the trip to avoid blisters.
  • Weather Preparation: Check the weather forecast before you pack, but be prepared for a range of conditions.
  • Comfort: Ensure your clothing and gear are comfortable for a full day of activities.

Safety Tips

  • Stay Together: Keep in touch with the group and ensure no one gets left behind during hikes or activities.
  • Trail Awareness: Stick to marked trails and paths, and be mindful of the terrain to prevent accidents.
  • Emergency Supplies: It’s a good idea to have a basic first aid kit and a map of the area.

Phone :

+44 7701 084381  Riaz

+44 7841 698495 Paplu

Dial 999 or 112, then ask for ‘Police’ then ‘Mountain Rescue’.

Mighty Storm Song

আমরা মাইটি স্টর্ম, আমরা বীর,
বাংলাদেশি ছেলে, আমাদের হৃদয় সৎ নির্ভীক।
ক্রিকেট আমাদের প্রিয়, প্রাণের খেলা,
প্যাশন আমাদের গতি, এটাই আমাদের মেলা।

মাইটি স্টর্ম, মাইটি স্টর্ম,
আমরা ঝড়ের মতো খেলি, আমরা ঝড়ের মতো গর্জি।
আমাদের হাতে ব্যাট, বল হাতে জ্বলে,
আমরা মাইটি স্টর্ম, আমরা স্বপ্নে ভাসি।

প্রত্যেকটি ম্যাচে, আমরা দিই সেরা,
আমাদের চোখে স্বপ্ন, বাংলাদেশকে গড়া।
একসাথে আমরা শক্তি, একসাথে আমরা প্রান,
মাইটি স্টর্মের ছেলেরা, সাফল্য আমাদের ধ্যান।

মাইটি স্টর্ম, মাইটি স্টর্ম,
আমরা ঝড়ের মতো খেলি, আমরা ঝড়ের মতো গর্জি।
আমাদের হাতে ব্যাট, বল হাতে জ্বলে,
আমরা মাইটি স্টর্ম, আমরা স্বপ্নে ভাসি।

Sraboner meg gulu

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে (২)

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে (২)

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে…

Gramer Nowjowan

Agey ki sundor din kataitam amra

Age ki sundor din kataitam

Gramer naujawan , hindu musolman

Miliya baula gaan aar murshidi gaitaam

Hayre,

Miliya baula gaan aar

Murshidi gaitaam

Agey ki sundor din kataitam amra,

Age ki sundor din kataitam

Agey ki sundor din kataitam amra

Age ki sundor din kataitam

Hindu barite jatra gaan aaito

Nimontron dito amra jaitaam

Jaari gaan , baul gaan

Anonder tufaan

Gaiya sari gaan nouka douraitaam.

Agey ki sundor din kataitam amra

Age ki sundor din kataitam

Agey ki sundor din kataitam amra

Age ki sundor din kataitam

Barsha jakhon hoito ,

Gazir gaan aaito ,

Rong-e dhong-e gaaito

Anando paitaam

Ke hobe member ,

Ke ba gram sorcar

Amra ki taar khabor o loitaam

Hayre,

Amra ki taar khabor o loitaam…

Agey ki sundor din kataitam amra

Age ki sundor din kataitam

Agey ki sundor din kataitam amra

Age ki sundor din kataitam…

Kori je bhabna

Sei din aar pabo nah

Chhilo basona sukhi hoitaam

Din hoite din

Ase je kothin

Korim dinohin kon pothe jaitaam

Hayre,

Korim dinohin kon pothe jaitaam…

Agey ki sundor din kataitam amra

Age ki sundor din kataitam

Agey ki sundor din kataitam amra

Age ki sundor din kataitam…

Gramer naujawan , hindu musolman

Miliya baula gaan aar murshidi gaitaam

Hayre,

Miliya baula gaan aar

Murshidi gaitaam

Agey ki sundor din kataitam amra

Age ki sundor din kataitam

Agey ki sundor din kataitam amra

Age ki sundor din kataitam…

Firiye dao

Lyrics

নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়
নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়

পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না

আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে
যত সুর ছিল মনে; কেন মুছে দিলে?

পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না

অকারণ অভিমানে তুমি চলে যেয়ো না
মায়াবী এ বাঁধন ছিড়ে দূরে সরে যেয়ো না

পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না

নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়

পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না

ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না

Pagol Mon

কে বলে পাগল

সে যেনো কোথায়

রয়েছো কতই দূরে

মন কেন এতো কথা বলে

কে বলে পাগল

সে যেনো কোথায়

রয়েছো কতই দূরে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

মনকে আমার যত চাই যে বুঝাইতে

মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে

মনকে আমার যত চাই যে বুঝাইতে

মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে

পাগল মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

আমি বা কে আমার মনটা বা কে

আজও পারলাম না আমার মনকে চিনিতে

আমি বা কে আমার মনটা বা কে

আজও পারলাম না আমার মনকে চিনিতে

পাগল মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ

মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন…

আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ

মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন

পাগল মন রে

মন কেন এতো কথা বলে…

কে বলে পাগল

সে যেনো কোথায়

রয়েছো কতই দূরে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

====================

O Pashani Bole Jau

Lyrics

এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম

ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম?
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন

পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম?

ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি

মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম?

স্বপ্ন আমার ভেঙ্গে গেলো হায়
তোমারই প্রবঞ্চনায়
স্বপ্ন আমার ভেঙ্গে গেলো হায়
তোমারই প্রবঞ্চনায়
সেই হারানো প্রেম তুমি
দাও ফিরিয়ে আমায়

ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি?
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি?
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম?

পুরনো কথা মনে পড়ে যায়
মন ভাঙ্গার বেদনায়
পুরনো কথা মনে পড়ে যায়
মন ভাঙ্গার বেদনায়
কেন ভুলেছো আমাকে
আমি ভুলিনি তোমায়
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি?
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি?
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি?
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম?
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি?
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
ও পাষাণী বলে যাও কেন ভালোবাসোনি?
মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি
এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন
পোড়া মনে বারে বার হয় না দহন
আমি নিঃস্ব হলাম
ভালোবাসা হারালাম, ভালোবেসে কী পেলাম?

O Priya tomi Kutay

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছ দূরে
পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছ দূরে
পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ভুল নাহয় আমারই ছিল বেশি
করোনি ক্ষমা, করেছো দোষী
অভিমান লুকিয়ে রাখো যদি
থাকবো সারাজীবন অপরাধী

প্রতিশোধ নেবে, নাও
আমি বাধা দেবো না
একবার বলে যাও
কেন আমার হলে না?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছ দূরে
পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ভাবিনি কখনো যাবে চলে
এভাবে আমাকে একা ফেলে
স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি
একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি

প্রতিশোধ নেবে, নাও
আমি বাধা দেবো না
একবার বলে যাও
কেন আমার হলে না?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছ দূরে
পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছ দূরে
পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?
ও প্রিয়া, তুমি কোথায়

Pagla hawar tore

পাগলা হাওয়ার তরে

মাটির পিদিম নিবো নিবো করে

পাগলা হাওয়ার তরে

মাটির পিদিম নিবো নিবো করে

ওরে ওরে হাওয়া থাম নারে

বন্ধু আসছে বহুদিন পরে

ওরে ওরে হাওয়া থাম নারে

বন্ধু আসছে বহু দিন পরে

চন্দ্র গেছে দূর পরবাসে

তারা জলেনি ওই আকাশে

মাটির পিদিম নিবে গেলে

বন্ধু রে দেখবো কি করে

চন্দ্র গেছে দূর পরবাসে

তারা জলেনি ওই আকাশে

মাটির পিদিম নিবে গেলে

বন্ধুরে চিনবো কি করে

ওরে ওরে হাওয়া থাম নারে

বন্ধু আসছে বহুদিন পরে

ওরে ওরে হাওয়া থাম নারে

বন্ধু আসছে বহু দিন পরে

বিজলি চমকালো না এসে

জোনাক গুলো নেইকো পাশে

পিদিম রে তুই নিবে গেলে

বন্ধুরে চিনবো কি করে

বিজলি চমকালো না এসে

জোনাক গুলো নেইকো পাশে

পিদিম রে তুই নিবে গেলে

বন্ধুরে চিনবো কি করে

ওরে ওরে হাওয়া থাম নারে

বন্ধু আসছে বহুদিন পরে

ওরে ওরে হাওয়া থাম নারে

বন্ধু আসছে বহু দিন পরে

পাগলা হাওয়ার তরে

মাটির পিদিম নিবো নিবো করে

পাগলা হাওয়ার তরে

মাটির পিদিম নিবো নিবো করে

ওরে ওরে হাওয়া থাম নারে

বন্ধু আসছে বহুদিন পরে

ওরে ওরে হাওয়া থাম নারে

বন্ধু আসছে বহু দিন পরে

পা পা পা পা পা

পা পা পা পা

Cholo Bodley Jai

Song by Love Runs Blind

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কীভাবে এত বদলে গেছি এই আমি

ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে
চলো বদলে যাই

তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়

কতো রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও

তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়

যতবার ভেবেছি ভুলে যাব
তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আসা সেইসব দিনগুলো
ভুলে যেতে আমি পারি না

তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়

সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কীভাবে এত বদলে গেছি এই আমি

ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে
চলো বদলে যাই

তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়

Amar tin purush

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই ।

আমার তিন পুরুষ, তিন পুরুষ

আমার তিন পুরুষ । (২)

দাদা-দাদি, নানা-নানি আরতো পিছে নাই

বাবা-মার পরে আমি আমার পরে নাই ।

দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই ।

আমার তিন পুরুষ, তিন পুরুষ

আমার তিন পুরুষ । (২)

এই দুনিয়ার কোন কিছু সঙ্গে যাবে না ,

তিন পুরুষের এক পুরুষও কথা ভুলে না ।

শেষ পুরুষের ভাগে তবু ভিটা মাটি নাই

আমার তিন পুরুষ, তিন পুরুষ

আমার তিন পুরুষ । (২)

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই ।

আমার তিন পুরুষ, তিন পুরুষ

আমার তিন পুরুষ । (২)

Jiboner Boro Porajoy

Song by Asif Akbar

জীবনের বড়ো পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড়ো পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়

কান্না হাসির দুনিয়ায়
আসলেই সবই অভিনয়

জীবনের বড়ো পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড়ো পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়

সবকিছু চোখ মেলে মেনে নেয়া যায়
ছলনা মেনে নেয়া যায় না
জীবন চলার পথে বাঁধা যদি আসে
থাকে না, আর কেউ থাকে না পাশে

সবকিছু চোখ মেলে মেনে নেয়া যায়
ছলনা মেনে নেয়া যায় না
জীবন চলার পথে বাঁধা যদি আসে
থাকে না, আর কেউ থাকে না পাশে

যায় যায়, দিন চলে যায়
কত যে ব্যথা বুকে জমা হয়ে রয়

জীবনের বড়ো পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড়ো পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়

মন যদি ভেঙে যায় বেদনার ঝড়ে
কত কথা স্মৃতি মনে পড়ে
চিরদিন থাকবে না কোনই কিছু
ভালোবাসা ছাড়া আর অন্যকিছু

মন যদি ভেঙে যায় বেদনার ঝড়ে
কত কথা স্মৃতি মনে পড়ে
চিরদিন থাকবে না কোনই কিছু
ভালোবাসা ছাড়া আর অন্যকিছু

যতদিন থাকবে পৃথিবী
ততদিন বেঁচে থাকা হবে জানি দায়

জীবনের বড়ো পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড়ো পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়

কান্না হাসির দুনিয়ায়
আসলেই সবই অভিনয়

জীবনের বড়ো পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড়ো পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়

Amar Ekta Nodi Chilo

Song by Pothik Nobi

নদীর জল ছিল না…
হো… হো… নদী…

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ

সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে

এখন আমি সাঁতার কাটি
সাঁতার ভোলা কেউ
আমার একটা…

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…

বাঁক ছিল তার শাখে শাখে
হো… হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে
বাঁক ছিল তার শাখে শাখে
হো… হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে

বাঁকে বাঁকে জমলো মেলা
ও সে বাঁকে বাঁকে জমলো মেলা
মেলার ভীড়ে একলা একা
সুজন হারা কেউ
আমার একটা…

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

নদীর জল ছিলনা…
হো… ও… হো… ও…

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ

এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

Shada Shada Kala Kala

Song by HAWA

তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায় বলতে পারিনি

তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায় বলতে পারিনি

সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা

হইছি আমি মন পাগেলা বসন্ত কালে

তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি

পিরিত ভালা গলার মালা
বললে কি আর হয়
(আরে বললে কি আর হয় রে)
যারে ভালো লাগে আমার
দেখলে তারে
চোখে নেশা হয় রে বন্ধু
চোখে নেশা হয়

পিরিত ভালা গলার মালা
বললে কি আর হয়
যারে ভালো লাগে আমার
দেখলে তারে
চোখে নেশা হয় রে বন্ধু
চোখে নেশা হয়

সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
হইছি আমি মন পাগেলা বসন্ত কালে

তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
(আরে আমি যেন কি রে?)
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি

বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি

বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি

Amay Dekona

Song by Lucky Akhand

আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না

বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
যায় না বাঁধা আমাকে কোন পিছু-টানের মায়ায়
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না

শেষ হোক এই খেলা, এবারের মতন
শেষ হোক এই খেলা, এবারের মতন
মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না

Lyrics

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে কতটা যন্ত্রণাময় প্রতিরাতে জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাঁজে ভাঁজে সাজিয়ে রাখি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী এ জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল্লাগে না সবকিছু আন্ধার লাগে, বেঁচে থাকা কী যাতনা এ জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল্লাগে না সবকিছু আন্ধার লাগে, বেঁচে থাকা কী যাতনা আমারে পড়লে মনে তুমিও কাইন্দো গোপনে সুখে থাইকো, প্রাণের প্রিয়, আমার ভালোবাসা নিয়ো আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী

Asmane Jaiona Re Bondhu

আসমানে যাইয়ো না রে, বন্ধু, ধরতে পারবো না তোমায়
পাতালে যাইয়ো না রে, বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়
আসমানে যাইয়ো না রে, বন্ধু, ধরতে পারবো না তোমায়
পাতালে যাইয়ো না রে, বন্ধু, ছুঁইতে পারবো না

তুমি বুকের ভিতর রইয়ো রে, বন্ধু, বুকের ভিতর রইয়ো
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো
তুমি বুকের ভিতর রইয়ো রে, বন্ধু, বুকের ভিতর রইয়ো
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো

ও বন্ধু রে
দূর আকাশে চান্দের পাশে ঝলমল করে তারা
আমার কেউ আর নাই রে, বন্ধু, কেবল তুমি ছাড়া

ও বন্ধু রে
দূর আকাশে চান্দের পাশে ঝলমল করে তারা
আমার কেউ আর নাই রে, বন্ধু, কেবল তুমি ছাড়া

তুমি বুকের ভিতর রইয়ো রে, বন্ধু, বুকের ভিতর রইয়ো
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো
তুমি বুকের ভিতর রইয়ো রে, বন্ধু, ছাড়িয়া না যাইয়ো
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো

ও বন্ধু রে
এক জনমে ভাঙো যদি পিরিতের বন্ধন
একূল-ওকূল দুই কূলেতে সার হইবো কান্দন

ও বন্ধু রে
এক জনমে ভাঙো যদি পিরিতের বন্ধন
একূল-ওকূল দুই কূলেতে সার হইবো কান্দন

তুমি দাগা দিবায় চাইয়ো রে, বন্ধু, দাগা দিবায় চাইয়ো
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো
তুমি দাগা দিবায় চাইয়ো রে, বন্ধু, দাগা দিবায় চাইয়ো
অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়ো

আসমানে যাইয়ো না রে, বন্ধু, ধরতে পারবো না তোমায়
পাতালে যাইয়ো না রে, বন্ধু, ছুঁইতে পারবো না

Bolbona Go Ar Kono Din

বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে

বলেছিলে গো, “ভালোবাসি গো”
আজ কেন গো এমন হলো?
বলেছিলে গো, “ভালোবাসি গো”
আজ কেন গো এমন হলো?
এমন হলো, এমন হলো

বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে

ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ?
ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ?
কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ?

বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে

ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে ১২ মাস
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে ১২ মাস
বাউলের অন্তরে, বাউলের অন্তরে

বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনোদিন
ভালোবাসো তুমি মোরে

Jodi Take Nosibe

যদি থাকে নসিবে

আপুনি আপুনি আসিবে,

যদি থাকে নসিবে

আপুনি আপুনি আসিবে,

জোর করে মন হরন করোনা ওরে ছলনা

এই যে ভিষন যন্ত্রনা।

আপন মন হই যদি মনের মতন, ……

মনে মন করে আকর্ষন

সে মনে আর ঘুনে ধরে না, রে মন ধরে না

সেই মনে আর ঘুনে ধরে না।

ভাল লাগলে ভালবেসে

কাছে বসে মুচকি হাসে

তাড়ায়াদিলেও সরে না রে মন সরেনা

এই যে ভিষণ যন্ত্রনা।

বেহায়া মনা

সামসুল হকে

আষাঢ় মশাল জেলে বুকে।

অন্ত্রে যন্ত্রে করে সাধনা

রে মন মিলে না,

অন্ত্রে যন্ত্রে করে সাধনা

মন চুরা হালিমশা

নিদয়া নিঠুর পাষান

আখি জলে মন টলেনা রে মন টলেনা।

এই যে ভিষন যন্ত্রনা।

যদি থাকে নসিবে আপুনি আপুনি আসিবে,

জোর করে মন হরন করোনা ওরে ছলনা

এই যে ভিষন যন্ত্রনা।

বেহায়া মনটা লয়া

আমি তোমারে ভালবাসিয়া

আইজ আমার ঘটিল জনজাল।।

Oporadi

[Verse 1] (II)
Ekta shomoy tore amar shobi bhabitam
Tor mon pinjore joton kore aaglaiya rakhtam
Tor haashi mukher chhobi deikha dukkho pushaitam
Tui kandle pore kemon kore haraiya jaitaam


[Verse 2]
Ore moner khachay joton koira dilam tore thaai
Ekhon tor monetei amar jonno kono jaayga nai
Ore ador koira pinjorate pushlam pakhi-re
Tui jaa re jaa uira jaa re onno khaancha-te


[Chorus]
Maiya o maiya re tui oporadhi re
Amar jotney gora valobasha, de firaiya de
Amar onubhutir sathe khelar, odhikar dilo ke
Maiya tui boro oporadhi, tor khoma nai re


[Verse 3] (II)
Tore school polaiya ekta nozor dekhite jaitam
Ami tiffin er shob taka jomay aabeg kinitam
Are raiter por rait jagiya gaan likhitam
Amar shei gaaner-o sure tore khujiya loitam


[Verse 4]
Ekhon ekla eka shomoy gula katai kemone
Eto bhalobashar pore-o amar kom ki chilo re?
Roz raite amay jonak poka kane kane koy
Tui deikha loy re tribhubone keu to karo noy

[Chorus]
Maiya o maiya re tui oporadhi re
Amar jotney gora valobasha, de firaiya de
Amar onubhutir sathe khelar, odhikar dilo ke
Maiya tui boro oporadhi, tor khoma nai re


[Verse 5] (II)
Tor naam-er pashe shobuz baati aar to jole na
Ekhon raatri juira keu to aar maya lagay na
Kaaro haashi mukher chobi deikha ghum aar vange na
Keu aar flexiload-er dokan ta te-o bhir jomay na


[Verse 6]
Ekhon tarar moto jole neve kosto gula re
Ami guitar er shur sathe loiya bhaloi achi re
Roz raite amay jonak poka kane kane koy
Deikha loy re tribhubone keu to karo noy


[Chorus] (II)
Maiya o maiya re tui oporadhi re
Amar jotney gora valobasha, de firaiya de
Amar onubhutir sathe khelar, odhikar dilo ke
Maiya tui boro oporadhi, tor khoma nai re

Dorbar Toshiba

প্রেমর নৌকা খানা খইরা

 বন্ধুয় আমায় ডুবাইছে

আইজ দুখখান খইতাম কার গেছে

 দুখ হুনার খোওসাইন কে আছে?

ছুঁলার মাঝে মন হারাইয়া লাকড়ির লাখান জ্বালাইছে

 ছুঁলার মাঝে মন হারাইয়া লাকড়ির লাখান জ্বালাইছে

ওবায় ছাও! যেবায় ইচ্ছা ওবায় হইরা জাও আচ্ছা গাও, হাছায় মিছায় গান বানাইয়া গাও বালা ফাও? তে বালা ফাইলে গীবত কিলা গাও? আচ্ছা খাও, আমি আর নায় আর খেউর মাথা খাও

বউত্তা শৈয্য খইরা থাকছি যেলা খইছো ওলা করছি ডাকবার আগে সব ফালাইয়া উষ্টা বিষ্টা খাইয়া আইছি যেতা ছাইছো ওতা দিছি নিজে না খাইয়া খাওয়াইছি বেশী আল্লাদ দিয়া তোমারে আইজ মাথার উফরে তুলছি

এটেনশন বাইস্কোপ নাইন টেন টেশ দারুন প্রেম পিরিতি খইরা আমার জীবন আইজকু শেষ নৌকা নিজে খানা খইরা দরছে বালা মানষর বেশ খেনে খানো দরি বিদায় নিছি হিসাব খরি দেখ!

আমি নাই, তুমি যেলা ফারো থাকো আমি যাই আমি নাই, আমার ছোউখ দুইটা যায় যেবায় আমি যাই আমি নাই, থাকো নৌকা লইয়া নৌকার মাঝি নাই ইতাত নাই, আমি হাত জুড় খইরা মাফ ছাইরাম গো মাই

কতো আশা দিয়া মনো আখতা খরি নাই ফাগলোর লাখান দিন রাইত তুকাই বন্ধু গেলায় কুয়াই যতো বেঈমান দেখছি আমি তোর উফরে খেউ নাই আল্লার গরো বাত্তি দিলাম বিচার আমি ছাই

Mon moyna

by Hasan

মন রে তুই কাদিস কেনে রে

মন ময়না

মন রে তুই কাদিস কেনে রে!

ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি ব্যারাম দিলে

ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি ব্যারাম দিলে ।

কি হইল!

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম দিলি রে দিলে ।

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম পাইলি রে দিলে

মন রে তুই কাদিস কেনে রে

মন ময়না

মন রে তুই কাদিস কেনে রে!

রঙ্গের ঘুড়ি উড়াই দিলি নাটাই ছাড়া

কত দূরে যাইব ঘুড়ি কে দিব ভাড়া ।

রঙ্গের ঘুড়ি উড়াই দিলি নাটাই ছাড়া

কত দূরে যাইব ঘুড়ি কে দিব ভাড়া ।

ওরে তুই রাখলি না তোর ঘুড়ির খবর সুতার তিলে

ময়না তুই রাখলি না তোর ঘুড়ির খবর সুতার তিলে

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম দিলি রে দিলে ।

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম পাইলি রে দিলে ।

রঙ্গের বাতি রাঙ্গা মনে রঙ মাখিয়া

পইড়া রইলি সঙ্গের ঢঙ্গে একলা মাতিয়া ।

রঙ্গের বাতি রাঙ্গা মনে রঙ মাখিয়া

পইড়া রইলি সঙ্গের ঢঙ্গে একলা মাতিয়া ।

ওরে তুই স্বপ্না দিয়া পাইলি কি রে তোর রঙ্গের পিলে

ময়না তুই স্বপ্না দিয়া পাইলি কি রে তোর রঙ্গের পিলে

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম দিলি রে দিলে ।

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম পাইলি রে দিলে ।

মন রে তুই কাদিস কেনে রে

মন ময়না

মন রে তুই কাদিস কেনে রে!

ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি ব্যারাম দিলে

ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি ব্যারাম দিলে ।

কি হইল!

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম দিলি রে দিলে ।

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম পাইলি রে দিলে

Lyrics

তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখো দুঃখ দিতে চেয়েছো কৌশলে অভিনয়ে মেতেছিলে,

 আহা তুমি ভেবেছিলে পড়বো ভেঙ্গে আমি এক কথাতেই চূর্ণ হয়ে যাবো সেই থেকে হায় এখনো আমি একা এতদিন পরে প্রশ্ন জাগে শুধুই কি হেরেছি আমি

হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায় একটু কি হারোনি তুমি?

 এতদিন পরে প্রশ্ন জাগে শুধুই কি হেরেছি আমি হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায় একটু কি হারোনি তুমি?

 এখনো রাত কাটে তোমারই প্রতীক্ষায়

এখনো স্বপ্ন মনে নতুনের বারতায় একা,

 আমি একা, জীবন মরুভূমি একা, আমি একা,

জীবন মরুভূমি এতদিন পরে প্রশ্ন জাগে শুধুই কি হেরেছি আমি হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায় একটু কি হারোনি তুমি?

 আবেগে আপ্লুত এ নিশীথ হৃদয় কাঁদে নির্জনে তবুও, থাকে কিছু সংশয় একা, আমি একা, জীবন মরুভূমি একা, আমি একা,

জীবন মরুভূমি এতদিন পরে প্রশ্ন জাগে শুধুই কি হেরেছি আমি হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায় একটু কি হারোনি তুমি?

 তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখো দুঃখ দিতে চেয়েছো কৌশলে অভিনয়ে মেতেছিলে,

আহা তুমি ভেবেছিলে পড়বো ভেঙ্গে আমি এক কথাতেই চূর্ণ হয়ে যাবো সেই থেকে হায় এখনো আমি একা এতদিন পরে প্রশ্ন জাগে শুধুই কি হেরেছি আমি হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায় একটু কি হারোনি তুমি?

 এতদিন পরে প্রশ্ন জাগে শুধুই কি হেরেছি আমি হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায় একটু কি হারোনি তুমি? এতদিন পরে প্রশ্ন জাগে শুধুই কি হেরেছি আমি হৃদয় ভাঙ্গার সেই নিপুণ খেলায় একটু কি হারোনি তুমি?

Leave a Reply